বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
শেরপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন

 সভাপতি ইলিয়াছ সাধারণ সমপাদক মনি

 শেরপুর প্রতিনিধি

 সভাপতি ইলিয়াছ সাধারণ সমপাদক মনি

শেরপুরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গত মঙ্গলবার শেরপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মো. ইলিয়াছ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। 

শেরপুর জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সমপাদক এস.এম আশরাফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির সাবেক মন্ত্রী, কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ বিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টি ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব মো. ফখরুল ইমাম এমপি, প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, রাজনৈতিক উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু এমপি।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জাতীয় পার্টির শেরপুর জেলা শাখার সভাপতি মো. ইলিয়াছ উদ্দিনকে পুনরায় সভাপতি ও সম্মানিত সদস্য মো. মাহমুদুল হক মনিকে সাধারণ সমপাদক এবং সাংগঠনিক সমপাদক এস.এম আশরাফকে পুনরায় সাংগঠনিক সমপাদক হিসেবে ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু এমপি।

টিএইচ